একাধিক স্বাস্থ‍্য বিধি মেনে ফের খুললো তারাপীঠ মন্দির : খুশি ভক্তরা

24th August 2020 8:33 pm বীরভূম
একাধিক স্বাস্থ‍্য বিধি মেনে ফের খুললো তারাপীঠ মন্দির : খুশি ভক্তরা


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) :  ভক্তশূন্য কৌশিকী অমাবস্যার পর আজ একগুচ্ছ স্বাস্থ্যবিধি মেনে খুললো তারাপীঠ মন্দির। করোনা আবহে মন্দির খোলায় সমস্ত রকম সরকারি নিয়মকে মান্যতা দেওয়া হচ্ছে,মন্দির ঢোকার পূর্বে গায়ের তাপমাত্রা মাপা হবে এরপর স্যানিটাইজ করতে হবে । এছাড়াও স্যানিটাইজার টানেলে প্রবেশ করে সমগ্র শরীর জীবানমুক্ত হলে তবেই পূজার লাইনে দাঁড়াতে পারবেন ভক্তরা।তবে সেখানেও দূরত্ব বিধি মেনে দাঁড়াতে হবে।গর্ভগৃহে প্রবেশ করে মা তারাকে পূজা দেওয়া নিষিদ্ধ,এছাড়াও কোনো রকম আলতা সিঁদুর প্রভৃতি নিয়ে মায়ের চরন স্পর্শ করা যাবে না।গর্ভগৃহে ভক্তের লাইনে থাকা মন্দিরে ঘন্টাও খুলে রাখা হয়েছে।শুধুমাত্র সেবাইতদের মাধ্যমে দূর থেকে মা তারাকে পূজা দিতে পারবেন ভক্তরা।কোনো রকম ভোগ বা মহাপ্রসাদ বিতরন করা হবে না।এছাড়াও মন্দির খোলায় হোটেল মালিক সহ ছোটো বড় অনান্য ব্যবসায়ীদের করোনা সতর্কবিধি মেনে তবেই সামগ্রী বিক্রি কিংবা রুম ভাড়া দিতে বলা হয়েছে। দীর্ঘদিন পর মন্দির খোলায় কিছুটা হলেও আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। যদিও  সকাল থেকে তেমন পুর্নার্থীর দেখা নেই আজ ষষ্টি থাকায় স্থানীয়দের ভিড় ছিল বেশি।





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।